Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদেরঅর্জনসমূহ

যুবসমাজকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে অত্র কার্যালয়ের ৩০জুন’১৯ পর্যন্ত অর্জনঃ-

০১) বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণঃ

             অত্র কার্যালয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পৃদান করা হয়েছে-                     

                                                                         যুবক= ১২৫১ জন

                                                                   যুব মহিলা= ১৮২৯ জন

                                                                     সর্বেমোট= ৩০৮০ জন

০২) প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ

              প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে  কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভশীল  

              হওয়ার জন্য  প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধ করনেআমাদের অর্জন-                                                                                                                                               

                                                                         যুবক=  ৪৫০ জন

                                                                   যুব মহিলা= ৭৬০ জন

                                                                     সর্বেমোট= ১২১০ জন

 

০৩) যুবঋণ কর্মসূচিঃ

আমাদের মূল ঋণ তহবিল মোট= ১৯,০০,০০০/= টাকা।

         ঘুর্নয়মান হিসাবে জুন”১৯ পর্যন্ত ১২১ জন যুবদের মাঝে যুব ঋণ প্রদান করা হয়েছে-

            প্রাতিষ্ঠানিক ট্রেডে  ৭৭ জন যুবদের মঝে= ৪৩৩৪০০০/= টাকা

    এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে  ৪৪ জন যুবদের মঝে= ১৫৭০০০০/= টাকা

       ১২১ জন যুবদের মঝে ঋণ প্রদান করা হয় সর্বোমোট= ৫৯০৪০০০/= টাকা

 

০৪) সেচ্ছাসেবী যুব সংগঠন তৈরী ও নিবন্ধন/রেজিষ্ট্রেশন কর্মসূচিঃ

জুন”২০১৯ পর্যন্ত ০৫ টি  বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে

রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে।

০৫) যুব সংগঠনের অনুদান কর্মসূচিঃ

  জুন”২০১৯ পর্যন্ত ০৬ টি  বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে বিভিন্ন

প্রকল্পের বিপরিতে ২৬০০০০/= টাকা অনুদান প্রদান করা হয়।